Site icon Jamuna Television

২১ টাকা উৎপাদন খরচের পেঁয়াজ ২২ টাকার বেশি বেচতে পারছেন না কৃষক

কোনভাবেই ঠেকানো যাচ্ছে না পেঁয়াজের দরপতন। দুই সপ্তাহের ব্যবধানে দাম নেমেছে অর্ধেকে। দরপতন আর আবহাওয়াজনিত কারণে উৎপাদন কম হওয়ায় লোকসানের মুখে ঝিনাইদহের কয়েক হাজার কৃষক। প্রতি কেজি পেঁয়াজে উৎপাদন খরচ ২১ টাকা। অথচ বিক্রি করতে গিয়ে ২২ টাকার বেশি পাচ্ছে না তারা। যদিও দুই সপ্তাহ আগেও কৃষক পর্যায়ে এর দাম ছিল ৪২ টাকা কেজি।

এর মধ্যে পুরোদমে মাঠ থেকে পেঁয়াজ ওঠা শুরু হলে দাম আরও কমতে পারে বলে আশঙ্কা চাষিদের।

করোনাকালে পেঁয়াজের উচ্চদর দেখে কয়েকবছর ধরে এই ফসলে আগ্রহী হয়েছিলেন ঝিনাইদহের কৃষক তাইজেল খান। তার মতো ঝিনাইদহের শৈলকুপা উপজেলার অনেকেই ভালো লাভের আশায় এবছর পেঁয়াজ চাষ করেছেন।

একদিকে বৈরি আবহাওয়ায় ফলন কম, অন্যদিকে আশানুরূপ দাম না পাওয়ায় হতাশ পেঁয়াজ চাষীরা।

ন্যায্য দাম পেতে হলে আমদানি বন্ধ করতে হবে বলে মনে করেন জেলা বিপণন কর্মকর্তা গোলাম মারুফ খাঁন। এই কর্মকর্তা জানালেন, কাঙ্ক্ষিত মূল্য নিশ্চিত করতে ব্যবস্থা নিচ্ছেন তারা।

জেলা কৃষি বিভাগের তথ্য মতে, এ বছর ৬ উপজেলায় ১১ হাজার ৮শ ৫৩ হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হয়েছে। যা লক্ষ্যমাত্রার চেয়ে দুই হাজার হেক্টর কম।

/এডব্লিউ

Exit mobile version