Site icon Jamuna Television

৯০ ডোজের বেশি করোনার টিকা নিয়েছেন তিনি

ছবি: সংগৃহীত

করোনা প্রতিরোধে টিকা নেয়া জরুরি। কোনো দেশে তিন, আবার কোনো দেশে চার ডোজ টিকা দেয়া হচ্ছে। তবে জার্মানির এক ব্যক্তি ঘটিয়েছেন এক ব্যতিক্রমী কাণ্ড। তিনি করোনার টিকার তিন কিংবা চার নয়, ৯০টির বেশি ডোজ নিয়েছেন। আর এ কাণ্ডের জন্য পুলিশ আটক করেছে তাকে। খবর গার্ডিয়ানের।

খবরে বলা হয়েছে, ওই ব্যক্তির বয়স ৬০ বছর। তিনি জার্মানির স্যাক্সোনি অঞ্চলের মাগডেবুর্গ শহরের বাসিন্দা। তবে ওই ব্যক্তির নাম প্রকাশ করা হয়নি।

পুলিশের হাতে আটক হওয়ার আগে গত কয়েক মাসে ওই অঞ্চলের বিভিন্ন টিকাকেন্দ্র থেকে তিনি করোনার ৯০টির বেশি ডোজ টিকা নিয়েছেন। স্যাক্সোনির একটি কেন্দ্রে পরপর দু’দিন টিকা নিতে যাওয়ায় ধরা পড়ে যান তিনি। তবে করোনার সংক্রমণ থেকে মুক্ত থাকার জন্য ওই ব্যক্তি এত টিকা নিয়েছেন তা কিন্তু নয়। তিনি করোনা টিকার সনদ নিয়ে রীতিমতো ব্যবসা করেছেন।

খবরে আরও বলা হয়, অভিযুক্ত ব্যক্তি একের পর এক কেন্দ্র থেকে টিকা নিয়ে করোনার টিকা উৎপাদনের আসল ব্যাচ নম্বর সংগ্রহ করেন। পরে সেসব নম্বর করোনা টিকার ভুয়া সনদ তৈরিতে ব্যবহার করেছেন। ওই অঞ্চলের যেসব বাসিন্দা টিকা নিতে আগ্রহী নন, তাদের কাছে তিনি সেসব সনদ উচ্চমূল্যে বিক্রি করেছেন।
আকরোনা প্রতিরোধে টিকা নেয়া জরুরি। কোনো দেশে তিন, আবার কোনো দেশে চার ডোজ টিকা দেয়া হচ্ছে। তবে জার্মানির এক ব্যক্তি ঘটিয়েছেন এক ব্যতিক্রমী কাণ্ড। তিনি করোনার টিকার তিন কিংবা চার নয়, ৯০টির বেশি ডোজ নিয়েছেন। আর এ কাণ্ডের জন্য পুলিশ আটক করেছে তাকে। খবর গার্ডিয়ানের।

খবরে বলা হয়েছে, ওই ব্যক্তির বয়স ৬০ বছর। তিনি জার্মানির স্যাক্সোনি অঞ্চলের মাগডেবুর্গ শহরের বাসিন্দা। তবে ওই ব্যক্তির নাম প্রকাশ করা হয়নি।

পুলিশের হাতে আটক হওয়ার আগে গত কয়েক মাসে ওই অঞ্চলের বিভিন্ন টিকাকেন্দ্র থেকে তিনি করোনার ৯০টির বেশি ডোজ টিকা নিয়েছেন। স্যাক্সোনির একটি কেন্দ্রে পরপর দু’দিন টিকা নিতে যাওয়ায় ধরা পড়ে যান তিনি। তবে করোনার সংক্রমণ থেকে মুক্ত থাকার জন্য ওই ব্যক্তি এত টিকা নিয়েছেন তা কিন্তু নয়। তিনি করোনা টিকার সনদ নিয়ে রীতিমতো ব্যবসা করেছেন।

খবরে আরও বলা হয়, অভিযুক্ত ব্যক্তি একের পর এক কেন্দ্র থেকে টিকা নিয়ে করোনার টিকা উৎপাদনের আসল ব্যাচ নম্বর সংগ্রহ করেন। পরে সেসব নম্বর করোনা টিকার ভুয়া সনদ তৈরিতে ব্যবহার করেছেন। ওই অঞ্চলের যেসব বাসিন্দা টিকা নিতে আগ্রহী নন, তাদের কাছে তিনি সেসব সনদ উচ্চমূল্যে বিক্রি করেছেন।
আরও পড়ুন: ‘আমাদের আলাদা করে দেবেন না’ সুইসাইড নোট লিখে দুই বান্ধবীর আত্মহত্যা

ইউএইচ/

Exit mobile version