Site icon Jamuna Television

অন্যত্র বিয়ে ঠিক, উপহারের মোবাইল ফেরত না দেয়ায় প্রেমিকাকে খুন

ছবি: সংগৃহীত

প্রেমে উপহার দেয়া-নেয়া খুবই স্বাভাবিক। কিন্তু সেই উপহারই মৃত্যুর কারণ হলো প্রেমিকার। উপহারের মোবাইল ফোন ফেরত দিতে না চাওয়ায় তাকে খুন করেছে প্রেমিক। ঘটনাটি ঘটেছে ভারতের ঝাড়খণ্ডে। খবর আনন্দবাজার পত্রিকার।

পুলিশ জানিয়েছে, রোববার রাতে স্থানীয় একটি ফুটবল ম্যাচ দেখতে বের হয় দু’জনে। তারপর থেকে মেয়েটি নিখোঁজ ছিল। সোমবার সকালে একটি ফাঁকা জায়গা থেকে তার দেহ উদ্ধার করা হয়।

মেয়েটির কাকা জানান, প্রায় দু’বছর ধরে অভিযুক্তের সঙ্গে সম্পর্ক ছিল মেয়েটির। ছেলেটি তাদের বাড়িতে নিয়মিত আসা-যাওয়াও করতেন। কোনো কোনো দিন রাতে থেকেও যেতেন।

সম্প্রতি মেয়েটির বাড়ির লোক অন্য জায়গায় তার বিয়ের ঠিক করেন। এ খবর জানার পরই উপহার দেয়া স্মার্টফোনটি ফেরত চান ‘প্রেমিক’। কিন্তু মেয়েটি তা ফেরত দিতে চাননি। এই নিয়ে প্রায়শই দু’জনের মধ্যে অশান্তি হতো। রোববার সন্ধ্যা বেলায় দু’জনের মধ্যে এই নিয়ে ঝগড়া হয়। তারপর দু’জনেই স্থানীয় একটি ফুটবল ম্যাচ দেখতে যায়।

পুলিশে জানিয়েছে, অভিযুক্ত স্বীকার করেছে যে, ফোনটি ফেরত পাওয়ার জন্য তিনিই ধারালো অস্ত্র দিয়ে মেয়েটিকে খুন করেছেন। খুন করার পর মোবাইল ফোনটি নিয়ে পালিয়ে যান তিনি। মেয়েটির মরদেহ ময়নাতদন্তের জন্য পাকুড়ের সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: ‘আমাদের আলাদা করে দেবেন না’ সুইসাইড নোট লিখে দুই বান্ধবীর আত্মহত্যা
ইউএইচ/

Exit mobile version