Site icon Jamuna Television

নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭২তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় রোববার বিকাল সাড়ে ৪টায় তিনি জন এফ কেনেডি বিমানবন্দরে পৌঁছান।

এসময় প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে অভ্যর্থনা জানান বাংলাদেশের রাষ্ট্রদূত এম জিয়াউদ্দিন ও জাতিসংঘে বাংলাদেশের স্থানীয় প্রতিনিধি মাসূদ বিন মোমেন।

আগামীকাল মঙ্গলবার বাংলাদেশ সময় সন্ধ্যায় শুরু হচ্ছে জাতিসংঘের ৭২তম সাধারণ অধিবেশন। এর আগে আজ সোমবার জাতিসংঘের সংস্কার বিষয়ক এক গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী। তাতে যোগ দেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

প্রধানমন্ত্রী আগামী ২১ সেপ্টেম্বর বিকালে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন। একইদিন তিনি সংস্থাটির মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সাথে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। শেখ হাসিনা তার ভাষণে রোহিঙ্গা সঙ্কট সমাধানে বাংলাদেশের প্রস্তাব তুলে ধরবেন।

/কিউএস

Exit mobile version