Site icon Jamuna Television

পিএসজিতে সুখেই আছেন, এমবাপ্পের দাবি

ছবি: সংগৃহীত

পিএসজি তারকা কিলিয়ান এমবাপ্পে রিয়াল মাদ্রিদে যোগ দেবেন কিনা, সেই গুঞ্জন নতুন মোড় নিয়েছে। দীর্ঘদিন ধরেই চলে আসছে রিয়াল-এমবাপ্পের গুঞ্জন। তবে সকল জল্পনা-কল্পনাকে পাশ কাটিয়ে এই পিএসজি ফুটবল তারকা জানিয়েছেন ভবিষ্যতের কথা। বলেছেন, পিএসজিতে সুখেই আছেন তিনি। চুক্তি নবায়নের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না তিনি।

এর আগে, বহুবার রিয়াল মাদ্রিদের প্রতি নিজের ভালো লাগার কথা জানিয়েছিলেন এমবাপ্পে। তবে বর্তমান ক্লাব পিএসজিতে ভালো আছেন বলেও জানান তিনি। তাই বর্তমান ঠিকানায় থেকে যাওয়ার বিষয়টি নাকচও করছেন না এই ফুটবলার। এমবাপ্পে বলেন, আমি যদি সিদ্ধান্ত নিয়েই ফেলতাম তবে তা সবাইকে জানাতাম। তবে নিজের সিদ্ধান্ত নেয়ার দায়িত্ব নিজের কাঁধেই রাখছি। ভালো খারাপ যাই ঘটুক, তা সহজভাবেই মেনে নেবো। তাছাড়া, সিদ্ধান্ত নিয়ে লুকোচুরির কিছু নেই। আমি খুন করিনি। আমার জন্য সেরা সিদ্ধান্ত নেয়ার চেষ্টাই করবো।

আগামী জুনে পিএসজির সাথে চুক্তি শেষ হবে এমবাপ্পের। তাই ১ জানুয়ারি থেকে যে কোনো ক্লাবের সাথে চুক্তি করার সুযোগ রয়েছে তার।

আরও পড়ুন: ক্রিস্টাল প্যালেসের কাছে হেরে বড় ধাক্কা খেলো আর্সেনাল

এম ই/

Exit mobile version