
উজানের ঢলে সুনামগঞ্জের সবগুলো নদীতে বেড়েছে পানির উচ্চতা। আগাম বন্যার ঝুঁকির মুখে হাওরের বোরো ফসল। অনেক হাওরে বাঁধ ভেঙ্গে ও নদীর তীর উপচে পানি ঢুকে পড়েছে ফসলের মাঠে। ফলে ফসল বাঁচাতে রীতিমতো যুদ্ধ করছেন চাষিরা। সংশ্লিষ্টদের সহায়তা না পেয়ে নিজেরাই নেমেছেন বাঁধ রক্ষার কাজে।
হাওরের মাঠে সবুজ ধানের চারায় থোকা থোকা কাচা ধান। আর কিছুদিন গেলেই পাকা রং লাগতো ফসলে। কিন্তু হঠাৎ করেই উজানের ঢলে সুরমাসহ সকল শাখা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বাঁধ ভেঙ্গে ডুবেছে টাঙ্গুয়ার হাওরের বোরো ধান। বাঁধ উপচে শাল্লার ২টি হাওরে ঢুকেছে পানি। তাই জেলার সব উপজেলার বাঁধগুলোতেই চলছে কৃষকদের এমন ফসল রক্ষার সংগ্রাম। অন্ত নেই নানা অনিয়ম আর অভিযোগের।
এ বছর হাওরে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত ৭২৪টি বাঁধের কাজ শেষ করার কথা ছিল। ইউএনওদের তদারকিতে কাজের বরাদ্দ দেয়া হয়েছিল ১১৯ কোটি টাকা। কিন্তু মেয়াদ বাড়িয়ে কাজ শেষ না হওয়ায় বাঁধ রক্ষায় কৃষকরাই নেমেছেন কাধে কাধ মিলিয়ে। তবে প্রশাসন বলছে অনিয়মের অভিযোগ শোনার সময় এখন নেই।
এসজেড/



Leave a reply