Site icon Jamuna Television

ওয়ার্নের পর লন্ডন স্পিরিটের দায়িত্বে ট্রয় বেলিস

ছবি: সংগৃহীত

হান্ড্রেড বলের ক্লাব লন্ডন স্পিরিটের দায়িত্ব পাচ্ছেন সাবেক ইংল্যান্ড কোচ ট্রয় বেলিস। এর আগে এই দায়িত্বে ছিলেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি শেন ওয়ার্ন।

নতুন দায়িত্বে আবারও পুরনো শিষ্য এউইন মরগানের সাথে কাজ করার সুযোগ হচ্ছে ট্রয় বেলিসের। আপাতত অন্তর্বর্তীকালিন কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। শেন ওয়ার্নের অধীনে গত আসরে লন্ডন স্পিরিট তলানিতে থেকে আসর শেষ করেছিল।

অজি স্পিন জাদুকর শেন ওয়ার্নের মৃত্যুর পর তার জায়গায় স্থলাভিষিক্ত হচ্ছেন ইংলিশদের ২০১৯ বিশ্বকাপজয়ী কোচ। এই ৫৯ বছর বয়সী এই কোচের অধীনে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা করছে লন্ডন স্পিরিট।

আরও পড়ুন: বিদেশের মাটিতে যে ‘ক্রাইম’ করেছে মমিনুল বাহিনী

এম ই/

Exit mobile version