Site icon Jamuna Television

লক্ষ্মীপুরে পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে  বৃহস্পতিবার রাতে পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে নরুল আলম নুরু নামে এক ব্যক্তি নিহত হয়েছে। পুলিশের দাবি নুরু ডাকাতদলের সদস্য।

পুলিশ জানায়,  রাতে গনিপুর এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে একদল ডাকাত এমন খবরে সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি চালায় ডাকাতরা। পাল্টা জবাব দেয় পুলিশও। এসময় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায় নুরু। আহত হয় দুই পুলিশ সদস্য।

ঘটনাস্থল থেকে একটি বন্দুক ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। নুরুর বিরুদ্ধে চন্দ্রগঞ্জসহ বিভিন্ন থানায় ৬টি মামলা রয়েছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।

যমুনা অনলাইন: আরএম

Exit mobile version