Site icon Jamuna Television

বুশার বেজমেন্ট থেকে লাশ সরানোর প্রমাণ পেয়েছে সিএনএন

ছবি: সংগৃহীত

ইউক্রেনের রাজধানী কিয়েভের শহরতলী বুশার বেজমেন্ট থেকে লাশ সরানোর প্রমাণ পেয়েছে সিএনএনের অনুসন্ধানী দল। এর আগে, ইউক্রেনের কর্মকর্তারা বুশার একটি বেজমেন্ট থেকে ৫টি লাশ সরানোর ছবি আন্তর্জাতিক গণমাধ্যমের কাছে পাঠিয়েছিল।

ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী আন্তন গেরাশচেঙ্কোর একজন পরামর্শক সিএনএনকে জানান, রুশ সেনাদের দ্বারা ওই এলাকায় নির্যাতিত ও নিহত হয়েছে ৫ জন ইউক্রেনীয়। তবে এই দাবি সিএনএন যাচাই করে দেখতে পারেনি।

কয়েকদিন আগে পর্যন্তও বুশার দখল ছিল রুশ সেনাবাহিনীর অধিকারে। তাদের ফেলে যাওয়া বেশকিছু যুদ্ধাস্ত্র ও সামরিক যান এখনও রয়েছে এই শহরতলীতে। সেই সাথে রয়ে গেছে তাদের চালানো নির্যাতনের বহু প্রমাণ। সিএনএনের কাছে আসা প্রমাণে দেখা যায়, লাশগুলোর হাত পিছমোড়া করে বাঁধা ছিল। শরীরের বিভিন্ন স্থানে রয়েছে একাধিক গুলির আঘাত। কেবল মাথায়ই নয়, শরীরের নিম্নভাগেও রয়েছে বেশ কয়েকটি গুলির চিহ্ন। লাশের পাশে মেঝেতে পড়ে থাকা কার্তুজের খাপও পাওয়া গেছে। স্বেচ্ছাসেবকরা এসব মরদেহ লাশের ব্যাগে করে সরিয়ে নিয়ে গেছে।

একজন স্বেচ্ছাসেবক সিএনএনকে বলেন, লাশের সংখ্যা কয়েক ডজন না, বরং কয়েকশো। সিএনএনকে সেই স্বেচ্ছাসেবক ও তার দল গত রোববার (৩ এপ্রিল) আরও অন্তত ৩০টি লাশের ব্যাগ দেখান। সেই সাথে গত সোমবার যোগ হয় বেজমেন্টে পাওয়া ৫টি লাশের সাথে আরও ৯টি মরদেহ।

আরও পড়ুন: বুশায় আবিষ্কৃত গণকবর, ৪১০টি লাশ পাওয়া গেছে বলে দাবি

এম ই/

Exit mobile version