Site icon Jamuna Television

আক্রমণের চেষ্টা করলেই পরমাণু হামলা, দক্ষিণ কোরিয়াকে কিমের বোনের হুঁশিয়ারি

কিম জং উন ও তার বোন কিম ইয়ো জং। ছবি : সংগৃহীত।

উত্তর কোরিয়ায় হামলা চালানোর চেষ্টা করা হলে পরমাণু হামলার মাধ্যমে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলসহ গোটা দেশ উড়িয়ে দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন কিম জং উনের বোন কিম ইয়ো জং। ধারণা করা হচ্ছে সিউলের ক্ষমতাগ্রহণ করা নতুন সরকারকে চ্যালেঞ্জ জানাতেই এ হুঁশিয়ারি। মঙ্গলবার (৬ এপ্রিল) ব্লুমবার্গের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

মঙ্গলবার কোরিয়ার সেন্ট্রাল নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, কিম ইয়ো জং বলেছেন- দক্ষিণ কোরিয়া যদি আমাদের সাথে সামরিক সংঘর্ষের পথ বেছে নেয় তাহলে আমাদের পারমাণবিক যুদ্ধ বাহিনীকে অনিবার্যভাবে তাদের দায়িত্ব পালন করতে হবে। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী সুহ উককে ‘বুদ্ধিহীন ও নোংরা লোক’ বলে মন্তব্যের ৪৮ ঘণ্টার মধ্যে কিমের ছোট বোনের জারি করা দ্বিতীয় সতর্কবার্তা এটি।

গত ছয় মাসে এই প্রথম রাষ্ট্রীয় মিডিয়ায় বক্তব্য দিলেন কিম ইয়ো জং। এখনও দক্ষিণ কোরিয়ার প্রতি পিয়ংইয়ংয়ের নীতির মুখপাত্র হিসেবে যে তিনি আছেন এই হুঁশিয়ারি সেটিই নির্দেশ করে। আগামী ১০ মে ক্ষমতা গ্রহণ করার কথা রয়েছে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি ইউন সুক ইওলের। যিনি এরইমধ্যে যুক্তরাষ্ট্রের প্রতি নমনীয় এবং উত্তর কোরিয়া ও চীনের প্রতি কঠোর অবস্থান নেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

প্রসঙ্গত, এ বছরে এরইমধ্যে ৯ বার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। যার একটি গিয়ে পড়েছে জাপানের জলসীমায়।

জেডআই/

Exit mobile version