
ছবি: সংগৃহীত
ডেভিড বেকহাম আর ‘স্পাইস গার্ল’খ্যাত ভিক্টোরিয়া বেকহামপুত্র ব্রুকলিন বেকহামের বিয়েতে ব্যবহার করা যাবে না ফোন। এই ‘নো ফোন ওয়েডিং’এ ছবির সকল স্বত্ব কিনে নিয়েছে বিখ্যাত ফ্যাশন ম্যাগাজিন ভোগ।
বিশ্ব তাকিয়ে আছে এক হাইপ্রোফাইল বিয়ের দিকে। আগামী ৯ এপ্রিল হচ্ছে ব্রুকলিন বেকহামের বিয়ে। পিতা আর মাতা বিশ্বখ্যাত তারকা হলে বেশির ভাগ সময় সন্তানের পরিচয় আড়ালে পড়ে যায়। তবে ব্রুকলিন তা হতে দেননি। ২৩ বছর বয়সী এই তরুণ স্বতন্ত্র পরিচয়ে নিজেকে তুলে ধরেছেন। একই সঙ্গে তিনি রন্ধনশিল্পী, ফুটবলার, মডেল ও আলোকচিত্রী।

অন্যদিকে এই ব্রিটিশ তারকার হবু স্ত্রী ২৭ বছর বয়সী মার্কিন অভিনেত্রী নিকোলা পেল্টজ একজন ব্যবসায়ীও বটে। তিনি খ্যাতনামা মার্কিন বিলিয়নিয়ার নেলসন পেল্টজের কন্যা। ২০২০ সালের জুলাইয়ে বাগদান সারেন ব্রুকলিন ও নিকোলা। ২০২১ সালে এই জুটি জানান, ২০২২ সালে বিয়ে করবেন তারা। সম্প্রতি বিশ্বের নামদামি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পেয়েছে তাঁদের বিয়ের তথ্য।

বিয়ের অনুষ্ঠান হবে নিকোলার বাবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার পাম বিচে বাগানবাড়িতে। ২০১৫ সালে ৪৪ হাজার বর্গফুটের সাগরপাড়ের বাড়িটি তিনি কিনেছিলেন ১০৩ মিলিয়ন ডলার দিয়ে। সেখানে বছরে অন্তত একবার পারিবারিক ছুটি কাটাতে যেতেন তারা। সেখানেই এখন কঠোর নিরাপত্তার সঙ্গে চলছে বিয়ের আসর সাজানোর কাজ।
এই বিয়েতে থাকবেন বিশ্বের প্রথম সারির তারকারা। এর আগে ডেভিড বেকহাম ও ভিক্টোরিয়া বেকহাম ২০১১ সালে প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটনের বিয়ের দাওয়াত পেয়েছিলেন। গিয়েছিলেন ২০১৮ সালে প্রিন্স হ্যারি ও মেগান মার্কেলের বিয়েতেও। ফলে ব্রুকলিনের বিয়েতে উপস্থিত থাকতে পারেন হ্যারি ও মেগান। বিয়েতে উপস্থিত থাকবেন মার্কিন র্যাপার স্নুপ ডগ। তিনি ড্যান্স ফ্লোর মাতাবেন বলে কথা দিয়েছেন। আরও থাকবেন ব্রিটিশ সংগীত তারকা ‘স্কেয়ারি স্পাইস’ মেল বি।

এদিকে বিয়েতে কনে নিকোলা পরবেন ইতালীয় ফ্যাশন ডিজাইনার পিয়ের পাওলো পাসোলিনির গাউন। জগদ্বিখ্যাত ফ্যাশন ব্র্যান্ড ভ্যালেন্তিনোর পরিচালক তিনি। ইতোমধ্যে দুবার রোমে গিয়েছেন নিকোলা। সে কথাই জানিয়েছেন সম্প্রতি জানালেন এক সাক্ষাৎকারে। নিকোলা পেল্টজ বলেন, আমি ও ব্রুকলিন দুবার রোমে গিয়েছি। প্রথমবার মা আর ভাইকেও সাথে নিয়েছি। জীবনের বিশেষ মুহূর্তে পিয়ের পাওলো পাসোলিনির পোশাকের চেয়ে সেরা সঙ্গী আর হয় না।
এদিকে, ব্রিটিশ ফুটবল তারকা ডেভিড বেকহাম, তার বাবা ও স্ত্রী ভিক্টোরিয়া বেকহামের বাবা—এই তিনজন যুক্তরাষ্ট্রে শপিং করে বেড়াচ্ছেন। তিনজনের একটা ছবিও ইনস্টাগ্রামে শেয়ার করেছেন ডেভিড। বিয়েতে কনের ‘মেইড অব অনার’ হবেন তার নানি। আর ‘ম্যান অব অনার’ হবেন ভাই।
এম ই/



Leave a reply