Site icon Jamuna Television

১০ জনের অ্যাটলেটিকোর সাথে আর্সেনালের ড্র

ইউরোপা লিগের সেমিফাইনালের ১ম লেগে আটলেটিকো মাদ্রিদের সাথে ১-১ গোলে ড্র করেছে আর্সেনাল। আরেক সেমিতে ঘরের মাঠে সলজবুর্গকে ২-০ গোলে হারিয়ে ফাইনালের পথে আরো এক ধাপ এগিয়ে গেলো অলিম্পিক মার্শেই।

এমিরেটসে শুরু থেকেই দাপট ছিলো স্বাগতিকদের। তবে প্রথমার্ধে গোল শূন্য ভাবেই শেষ করতে হয় দুই দলকে। এর মাঝে খেলার ১০ মিনিটের মধ্যেই ২য় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ক্রোয়েশিয়ান ডিফেন্ডার সিমে।

তবে দ্বিতীয়ার্ধের ৬১ মিনিটে উইলেসেরের ক্রস থেকে মাথা ছুইয়ে দলকে এগিয়ে নিতে ভুল করেননি লাকাজেত্তি। সেই লিড অবশ্য বেশিক্ষণ ধরে রাখতে পারেনি গানাররা। ৮২ মিনিটে আটলেটিকো মাদ্রিদকে সমতায় ফেরান এন্টোনিও গ্রিজম্যান। পালটা আক্রমন থেকে অ্যাওয়ে ম্যাচে ড্র নিয়ে এক ধাপ এগিয়ে থাকলো সফরকারীরা।

দিনের আরেক সেমিতে ঘরের মাঠে সলজবুর্গের সাথে শুরু থেকেই দাপুটে ছিলো মার্শেই। ম্যাচের ১৫ মিনিটে তাওভিনের গোলে লিড নেয় তারা।

প্রথমার্ধে ১-০ গোলে শেষ করার পর দ্বিতীয়ার্ধের ৬৩ মিনিটে এনজি’র গোলে ২-০ জয় নিশ্চিত করে অলিম্পিক মার্শেই। দ্বিতীয় লেগে সলজ বুর্গের মাঠে ৪ মে মুখোমুখি হবে দুই দল।

যমুনা অনলাইন: আরএম

Exit mobile version