Site icon Jamuna Television

রাজধানীতে অনুমোদন ছাড়া ওয়াসার পানি বাজারজাতের দায়ে কারখানা সিলগালা

প্রতিষ্ঠানটির পানির ফিল্টার ভেঙে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত

অনুমোদন ছাড়াই ওয়াসার পানি জারে ভর্তি করে বাজারজাত করায় একটি কারখানা সিলগালা করে দিয়েছে বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালত। দুই বছর আগেও একই অভিযোগে এ প্রতিষ্ঠানকে সিলগালা করা হয়েছিলো।

মঙ্গলবার (৫ এপ্রিল) দুপুরে রাজধানীর মধ্য বাড্ডার ওই কারখানায় গিয়ে দেখা যায়, সরাসরি ওয়াসার লাইন থেকেই পানি জারে ভরা হচ্ছিল।

ভ্রাম্যমাণ আদালত আসার খবর পেয়ে পালিয়ে যায় প্রতিষ্ঠানের কর্মচারীরা। এছাড়া প্রতিষ্ঠানের কোনো অনুমোদন বা বৈধ কোনো কাগজপত্রও ছিল না। এ সময় একশরও বেশি পানির জার ধ্বংস করে দেয়া হয়। এছাড়া প্রতিষ্ঠানটির পানি শোধনের মেশিন ভেঙে দেয় ভ্রাম্যমাণ আদালত।

রমজানে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এমন অভিযান চলবে বলে জানিয়েছে বিএসটিআই।

/এসএইচ

Exit mobile version