Site icon Jamuna Television

মারা গেছেন যশের মা

ছবি: সংগৃহীত।

ভারতীয় অভিনেতা যশ দাশগুপ্তের মা জয়তী দাশগুপ্ত মারা গেছেন। হৃদরোগে আক্রান্ত হয়ে রোববার (৩ এপ্রিল) মারা যান তিনি। তবে এ তথ্য ভারতীয় গণমাধ্যমে প্রকাশ্যে এসেছে মঙ্গলবার (৫ এপ্রিল)। খবর আনন্দবাজার পত্রিকার।

দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন যশের মা। শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন রোববার। বাবা-মায়ের একমাত্র সন্তান হওয়ায় মাকে হারিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছেন যশ। তবে পাশে আছেন স্ত্রী নুসরাত। যশের মায়ের শেষকৃত্যে সবসময় যশের পাশাপাশি থেকে সমর্থন যুগিয়ে যাচ্ছেন তিনি।

অবশ্য অভিনয়ের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়েই বেশি চর্চায় থাকেন যশ। এর আগে নুসরাতের আগের স্বামী নিখিল জৈনের সাথে বিচ্ছেদের পেছনে তার সঙ্গে অভিনেত্রীর সম্পর্ক ও যশের সন্তান গর্ভে ধারণ নিয়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়। ঘটনা গড়ায় আদালত পর্যন্তও। তবে বর্তমানে নিখিল ও নুসরাত যে যার সম্পর্ক ও ব্যক্তিগত জীবন নিয়ে খুশি। সুখী দাম্পত্যের জীবন কাটাচ্ছেন যশ-নুসরাতও।

এসজেড/

Exit mobile version