Site icon Jamuna Television

‘অবাধ্য’ ইমরানকে শাস্তি দিতে চেয়েছিল যুক্তরাষ্ট্র, রাশিয়ার দাবি

ছবি: সংগৃহীত

পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ‘নির্লজ্জ হস্তক্ষেপের প্রচেষ্টা’র নিন্দা করেছে রাশিয়া। সেই সাথে দাবি করেছে, ‘অবাধ্য’ ইমরান খানকে শাস্তি দিতে চেয়েছিল যুক্তরাষ্ট্র। খবর দ্য ডনের।

একটি বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা জানান, ৩ এপ্রিল ইমরান খানের পরামর্শে প্রেসিডেন্ট ড. আরিফ আলভীর পাকিস্তানের পার্লামেন্ট ভেঙে দেয়া এবং এরপরের ঘটনাপ্রবাহ গভীরভাবে পর্যবেক্ষণ করছে রাশিয়া। মারিয়া জাখারোভা বলেন, ফেব্রুয়ারির ২৩-২৪ তারিখে রাশিয়া সফরের ঘোষণার পর থেকেই যুক্তরাষ্ট্র ও তাদের পশ্চিমা মিত্রদের ক্রমাগত চাপের মুখে ছিলেন ইমরান খান। এই সফর বাতিল করাটাই ছিল যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের দাবি। এরপরও যখন ইমরান খান আমাদের এখানে আসার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ থাকেন, তখন মার্কিন কর্মকর্তা ডোনাল্ড লু ওয়াশিংটনে পাকিস্তানি রাষ্ট্রদূতের সাথে দেখা করে অনতিবিলম্বে এই সফর বাতিলের দাবি জানান। তবে এ দাবি প্রত্যাখ্যাত হয়েছিল।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা আরও বলেন, পাকিস্তানের সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ৭ মার্চ পাকিস্তানি রাষ্ট্রদূত আসাদ মাজিদের সাথে এক বৈঠকে একজন উচ্চপদস্থ মার্কিন কর্মকর্তা (খুব সম্ভবত ডোনাল্ড লু) ইউক্রেনের ঘটনায় পাকিস্তানি নেতৃত্বের ভারসাম্যপূর্ণ প্রতিক্রিয়া দেখানোর ব্যাপারে তীব্র নিন্দা জানান। ওই মার্কিন কর্মকর্তা স্পষ্ট করে বলেন, যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক টিকিয়ে রাখা কেবল তখনই সম্ভব, যখন ইমরানকে ক্ষমতাচ্যুত করা হবে।

পরবর্তী ঘটনাপ্রবাহে মারিয়া জাখারোভা দাবি করেন, ইমরান খানকে শাস্তি দিতে চেয়েছিল যুক্তরাষ্ট্র এবং সেটাই ঘটেছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্রের নিজের স্বার্থে নেয়া আরও একটি নির্লজ্জ প্রচেষ্টা হচ্ছে এটি। সকল ঘটনা এমনটিই সাক্ষ্য দেয়। তাছাড়া পাকিস্তানের প্রধানমন্ত্রী নিজেও একাধিকবার বলেছেন যে, বাইরের পৃষ্ঠপোষকতা ও মদদে তার বিরুদ্ধে চক্রান্ত চলছে। আমরা আশা করি, পাকিস্তানি ভোটাররা যখন নির্বাচনে ভোট দিতে যাবেন, তারাও এসব চক্রান্ত সম্পর্কে অবগত থাকবেন।

আরও পড়ুন: ইউক্রেন যুদ্ধের ক্ষোভে ন্যাটোতে যোগ দিচ্ছে কসোভো ও বসনিয়া!

এম ই/

Exit mobile version