Site icon Jamuna Television

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় যুদ্ধাপরাধ করেছে রাশিয়া: জেলেনস্কি

বুচা শহরের ধ্বংসস্থল পরিদর্শন করছেন ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ান সৈন্যরা তার দেশে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ‘সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধাপরাধ’ সংঘটিত করেছেন। মঙ্গলবার (৫ এপ্রিল) আল জাজিরার লাইভ প্রতিবেদনে জানা যায় এ তথ্য।

বুচা শহরে ‘নৃশংসতার’ বর্ণনা দিয়ে জেলেনস্কি বলেছেন, রুশ বাহিনী পুরো পরিবারকে ধ্বংস করে দিয়েছে এবং তাদের মৃতদেহ পুড়িয়ে ফেলার চেষ্টা করেছে। এমন কোনো অপরাধ নেই যেটি তারা সংঘটন করেনি।

জেলেনস্কি দাবি করেছেন, বেসামরিক নাগরিকদের ওপর শহরের রাস্তায় এবং তাদের নিজেদের বাড়িতে গুলি করা হয়েছে। অন্যদেরকে মরার জন্য কূপে ফেলে দেয়া হয়েছে অথবা গ্রেনেড দিয়ে উড়িয়ে দেওয়া হয়েছিল। কিছু মানুষকে ট্যাঙ্ক দিয়ে পিষে মারা হয়েছে। যা শুধুই রাশিয়ান সৈন্যদের ‘আনন্দের’ জন্য।

আরও পড়ুন: ইউক্রেন যুদ্ধের ক্ষোভে ন্যাটোতে যোগ দিচ্ছে কসোভো ও বসনিয়া!

প্রসঙ্গত, সম্প্রতি ইউক্রেনে যুদ্ধের কৌশল বদল করেছে রাশিয়া। ইউক্রেনের রাজধানী কিয়েভ ছেড়ে রুশ সৈন্যরা এখন দেশটির পূর্বাঞ্চলে হামলা চালাচ্ছে। তবে শহর ছেড়ে যাওয়ার সময় বুচাসহ কিয়েভের বহু জায়গায় রুশ বাহিনী গণহত্যা চালিয়েছে বলে অভিযোগ করে আসছে।

জেডআই/

Exit mobile version