টুইটারের পরিচালনা পর্ষদে যোগ দিবেন ইলন মাস্ক। মঙ্গলবার (৫ এপ্রিল) এ তথ্য জানিয়েছেন টুইটারের প্রধান নির্বাহী পরাগ আগারওয়াল। সোমবার প্রতিষ্ঠানটির শেয়ারের বড় একটি অংশ টেসলার এই প্রতিষ্ঠাতার কেনার পরদিনই ঘোষণাটি আসল। খবর ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির।
বিষয়টি নিয়ে এক টুইটবার্তায় পরাগ আগারওয়াল জানিয়েছেন, ইলন মাস্ককে আমাদের পরিচালনা পর্ষদে যোগদানের খবর জানাতে পেরে খুবই উচ্ছ্বসিত! আমাদের পরিচালনা পরিষদে তার অর্ন্তভুক্তি দারুণ প্রভাব ফেলবে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে কথা বলে সেটা এখন পরিষ্কার হতে পেরেছি। তিনি মাস্ককে ঠিক তাদের যেমন প্রয়োজন তেমন বলেই উল্লেখ করেছেন।
বর্তমান বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি মাস্ক সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারের ৩ বিলিয়ন ডলার সমমূল্যের নয় দশমিক দুই শতাংশের শেয়ার কিনেছেন। তার কেনা শেয়ারের মূল্য ২৮৯ কোটি ডলার। টুইটারে তার ৮০ মিলিয়নেরও বেশি ফলোয়ার রয়েছে।
টেসলা কম্পানির এই মালিককে নিয়মিত টুইটারে সরব থাকতে দেখা যায়। সাম্প্রতিক কোনো বিষয় বা অন্যান্য পরিচিত ব্যক্তিত্বদের নিয়ে তার বিবৃতি নিয়ে বেশ সরগরম প্রতিক্রিয়ারও সৃষ্টি হয়।
ইলন মাস্ককে বাক স্বাধীনতা নিয়ে টুইটারের ভূমিকা নিয়ে সমালোচনা করতে দেখা গেছে। এ নিয়ে তিনি টুইটারের তার নীতিতে অটল থাকা উচিত কিনা তা নিয়ে গতমাসে একটি পোল পরিচালনা করেন। যেখানে অধিকাংশই না ভোট দেন।
একটি সিকিউরিটি ফাইল অনুসারে জানা গেছে, ২০২৪ সালে কোম্পানিটির বার্ষিক শেয়ারহোল্ডারদের মিটিং পর্যন্ত পরিচালনা পর্ষদে থাকতে পারবেন মাস্ক। এই সময়কালে কোম্পানিতে ১৪ দশমিক ৯ শতাংশের বেশি অংশ তিনি কিনবেন না বলেও জানা গেছে।
এমইআর/

