Site icon Jamuna Television

বৃথা বাবরের অর্ধশতক, টি-টোয়েন্টিতে জিতলো অস্ট্রেলিয়া

ছবি: সংগৃহীত

স্বাগতিক পাকিস্তান ও সফরকারী অস্ট্রেলিয়ার মধ্যকার একমাত্র টি-টোয়েন্টিতে জয় পেয়েছে অস্ট্রেলিয়া। বাবর আজমের অর্ধশতকের পর বোলারদের লড়াই সত্ত্বেও ৩ উইকেটে হেরে গেছে পাকিস্তান।

লাহোরে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬২ রান জড়ো করে পাকিস্তান। দলের পক্ষে সর্বোচ্চ ৬৬ রান করেন অধিনায়ক বাবর আজম। ৪৬ বলের মোকাবিলায় ৬টি চার ও ২টি ছক্কা হাঁকান ফর্মের তুঙ্গে থাকা বাবর। এছাড়া খুশদিল শাহ ২৪ ও মোহাম্মদ রিজওয়ান ২৩ রান করেন। অস্ট্রেলিয়ার পক্ষে নাথান এলিস একাই শিকার করেন চারটি উইকেট।

জয়ের লক্ষ্যে খেলতে নামা অস্ট্রেলিয়ার হয়ে এক প্রান্ত আগলে রাখেন অধিনায়ক অ্যারন ফিঞ্চ। শেষপর্যন্ত তার ৪৫ বলে ৫৫ রানের ইনিংসে ম্লান হয়ে যায় স্বাগতিক দলপতি বাবরের অর্ধশতক।

ট্রাভিস হেডের ১৪ বলে ২৬, জশ ইংলিশের ১৫ বলে ২৪, মার্কাস স্টয়নিসের ৯ বলে ২৩ ও বেন ম্যাকডারমটের ১৯ বলে ২২ রানের অপরাজিত ইনিংসে ভর করে ৭ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। পাকিস্তানের পক্ষে শাহিন শাহ আফ্রিদি, উসমান কাদির ও মোহাম্মদ ওয়াসিম দু’টি করে উইকেট শিকার করেন।

সংক্ষিপ্ত স্কোর
টস: অস্ট্রেলিয়া
পাকিস্তান : ১৬২/৮ (২০ ওভার)
বাবর ৬৬, খুশদিল ২৪, রিজওয়ান ২৩
এলিস ২৮/৪, গ্রিন ১৬/২

অস্ট্রেলিয়া: ১৬৩/৭ (১৯.১ ওভার)
ফিঞ্চ ৫৫, হেড ২৬, ইংলিশ ২৪, ম্যাকডারমট ২২*
শাহিন ২১/২, ওয়াসিম ৩০/২
ফল : অস্ট্রেলিয়া ৩ উইকেটে জয়ী।

ইউএইচ/

Exit mobile version