একাংশ নয় বরং গোটা সাংহাই শহরকে লকডাউনের আওতায় আনলো চীন সরকার। আজ বুধবার থেকে আরও ৫ দিন বাড়ানো হয়েছে কড়াকড়ির সময়সূচি। খবর বিবিসির।
মঙ্গলবারই শেষ হয় দুই ধাপে ৯ দিনের লকডাউন। কিন্তু ২৪ ঘণ্টায় ১৩ হাজারের বেশি সংক্রমণ শনাক্ত হওয়ায় সিদ্ধান্ত পাল্টায় কর্তৃপক্ষ। এবার চীনের সর্বোচ্চ বাণিজ্যিক নগরীর আড়াই কোটি বাসিন্দাই পড়েছেন কঠোর বিধিমালার আওতায়। ৪৮ ঘণ্টার মধ্যে করাতে হবে প্রত্যেকের নমুনা পরীক্ষা। এরই মাঝে অন্যান্য শহর থেকে ৩৮ হাজার স্বাস্থ্যসেবা কর্মী এবং চিকিৎসকরা কাজ করছেন সাংহাইয়ে। চলছে গণ অ্যান্টিজেন ও পিসিআর টেস্ট।
গেল একমাস ধরেই গুচ্ছ সংক্রমণ ধরা পড়ছিল শহরটিতে। কিন্তু বাণিজ্যিক কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কায় কঠোর পদক্ষেপ নিচ্ছিল না চীন। ২৮ মার্চ থেকে শহরের পূর্ব-পশ্চিমাঞ্চলে ভাগে-ভাগে ছিল লকডাউন।
আরও পড়ুন: এক দশকে সবচেয়ে বড় খাদ্য সংকটের মুখোমুখি পশ্চিম আফ্রিকার দেশগুলো’
ইউএইচ/

