রাজনৈতিক দল- পিটিআই সাম্প্রতিক ভুল থেকে ভবিষ্যতে শিক্ষা নেবে। আগামী নির্বাচনে দলীয় টিকিট দিতেও অবলম্বন করবে সাবধানতা। মঙ্গলবার লাহোরের এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন পাকিস্তানের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী ইমরান খান। খবর ডনের।
তিনি হুঁশিয়ার করেন, পার্লামেন্টে তোলা অনাস্থা প্রস্তাব ইস্যুতে যারা বেইমানি করেছে; তাদেরকে চড়া মূল্য দিতে হবে। সত্যিকার অর্থে তেহরিক-ই-ইনসাফ পাকিস্তানের মতাদর্শকে যারা বহন করে; এমন কর্মীরাই আগামী নির্বাচনে গুরুত্ব পাবেন। যেকোনো মূল্যে আগামী ৩ মাসের মধ্যেই জাতীয় নির্বাচন হবে।
ইমরান খান আরও বলেন, আমাদের লক্ষ্য যেকোনো মূল্যে আগাম নির্বাচন বাস্তবায়ন করা। যদি বাধা দেয়া হয় তাহলে আমরা দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচি পালন করবো। কোনো ধরনের বাধা মানবো না। দলীয় নেতা কর্মীদের নির্দেশ দিচ্ছি আপনারা প্রস্তুত থাকুন।
ইউএইচ/

