Site icon Jamuna Television

গাঁজায় আসক্ত ছেলে, মুখে মরিচের গুঁড়া ডলে দিলেন মা (ভিডিও)

ছবি: সংগৃহীত

ছেলে অষ্টম শ্রেণির পর আর স্কুলে যায়নি। বাড়ি থেকে পালিয়ে দিনের পর দিন থাকতো নিখোঁজ। করতো গাঁজার নেশা। বারবার নিষেধ করেও কোনো কাজ হয়নি। শেষ পর্যন্ত ছেলে ঘরে ফিরতেই শক্ত করে বাঁধলেন মা। তারপর মুখে ডলে দিলেন মরিচের গুঁড়া। ঘটনাটি ঘটেছে ভারতের হায়দরাবাদে। খবর আনন্দবাজার পত্রিকার।

খবর বলা হয়, এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সেই ঘটনার ভিডিও। তাতে দেখা যায়, বাঁধা অবস্থায় ছেলের মুখে মরিচের গুঁড়া মাখিয়ে দিচ্ছেন মা। ছেলেটি চিৎকার করতে করতে মুখ ঢাকতে গেলে আরেক নারী এসে তার হাত টেনে ধরেন। সেখানে আরও লোক থাকলেও কেউই তাকে সাহায্য করতে এগিয়ে যাননি।

তবে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন স্থানীয় থানার এক পুলিশ কর্মকর্তা। তিনি বলেন, মায়ের এমন করা উচিত হয়নি। ১৬ বছরের ছেলে নেশার কবলে পড়েছে। তাকে ডাক্তার দেখানোর পরামর্শ দিয়েছিলাম। এ বিষয়ে বাবা-মায়ের আরও সতর্ক হওয়া উচিত ছিল।

https://twitter.com/Sarika__reddy/status/1510965310970822659?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1510965310970822659%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fworld%2FE0A697E0A6BEE0A681E0A69CE0A6BEE0A79F-E0A686E0A6B8E0A695E0A78DE0A6A4-E0A69BE0A787E0A6B2E0A787E0A6B0-E0A6AEE0A781E0A696E0A787-E0A6AEE0A6B0E0A6BFE0A69AE0A787E0A6B0-E0A697E0A781E0A681E0A6A1E0A6BCE0A6BE-E0A6A6E0A6BFE0A6B2E0A787E0A6A8-E0A6AEE0A6BE-1048085

ইউএইচ/

Exit mobile version