Site icon Jamuna Television

শ্রীলঙ্কায় জরুরি অবস্থা প্রত্যাহার

শ্রীরঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কায় গণবিক্ষোভের মুখে প্রত্যাহার হলো জরুরি অবস্থা। বুধবার এ অধ্যাদেশ তুলে নেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। খবর টাইমস অব ইন্ডিয়ার।

অর্থনৈতিক সংকটের জেরে শুরু হওয়া অস্থিতিশীলতা মোকাবিলায় এপ্রিলের এক তারিখ জরুরি অবস্থা জারি করে শ্রীলঙ্কা সরকার। এ সংক্রান্ত নতুন বিজ্ঞপ্তিতে বলা হয়, জরুরি অবস্থার অধ্যাদেশটি ৬ এপ্রিল ভোররাত থেকে প্রত্যাহার হচ্ছে।

অর্থনৈতিক এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংকটের কারণে ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়েছে শ্রীলঙ্কা। বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকছে দিনের বেশিরভাগ সময়। বন্ধ জরুরি স্বাস্থ্যসেবাও। যার ধারাবাহিকতায় দেশজুড়ে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ। জোরালো দাবি উঠেছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর পদত্যাগের। একদিন আগেই রাজাপাকসের জোট সরকার ছাড়েন ৪০ জনের বেশি আইনপ্রণেতা।

ইউএইচ/

Exit mobile version