Site icon Jamuna Television

কোরিয়ার সংকটের ইতিহাসের অবসান চান কিম জং উন

সংকটের ইতিহাস মোচনের জন্যেই এ সফর। পানমুনজামে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে ইনের সাথে সাক্ষাতের সময় এমন মন্তব্য করেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। তাদের আলোচনা চলাকালে সিউলের এক বিবৃতিতে উঠে আসে এসব কথা।

বৈঠকে কিম জং উন আরও বলেছেন, তাকে আমন্ত্রণ জানানো হলে; যে কোন মুহূর্তে তিনি দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্সিয়াল ভবন ‘ব্লু হাউজে’ যেতে ইচ্ছুক। তিনি আরও বলেন, যারা ঐতিহাসিক বৈঠকের ফলাফল নিয়ে প্রশ্ন তুলবেন, তারা সন্দেহবাদী। শুধু তাই নয়, তিনি সার্বিক ব্যবস্থার প্রশংসা করে বলেন, পিয়ংইয়ং-এ বৈঠক না হওয়ায় ভালো হয়েছে; নতুবা যাতায়াতের কষ্ট হতো মুন জে ইনকে।

স্থানীয় সময় শুক্রবার সকাল ১০টার দিকে, পানমুনজোমের পিস হাউজে পৌঁছান দুই নেতা। সীমান্ত শহরটিতে কিমকে স্বাগত জানান মুন। আলোচনা শেষে, তাদের মধ্যে একটি চুক্তি হওয়ার কথা। একইসাথে, আসবে চূড়ান্ত কোন সিদ্ধান্তের ঘোষণা। স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় কিম জং উনের আগমন উপলক্ষে রাখা হয়েছে নৈশভোজ।

Exit mobile version