
যানজট থেকে মুক্তি মিলছে না রাজধানীবাসীর। গন্তব্যে পৌঁছাতে মানুষকে ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় কাটিয়ে দিতে হচ্ছে।
বুধবার (৬ এপ্রিল) সকাল থেকেই রাজধানীর গুলশান-বনানী, মহাখালী, সাতরাস্তা, বাড্ডা, রামপুরা, বিজয় সরণি, জাহাঙ্গীর গেট, কারওয়ান বাজার, ফার্মগেট, বাংলামোটর, শাহবাগ, মিরপুর রোডসহ বিভিন্ন স্থানে দেখা গেছে তীব্র যানজট।
দিন যত গড়ায় এই যানজটের তীব্রতাও ততই বাড়ে। ট্রাফিক পুলিশের কর্মকর্তারা বলেছেন, একেক স্থানে একেক কারণে যানজট। কোথাও উন্নয়নের কাজের কারণে, কোথাও খোঁড়াখুঁড়ি, কোথাও গাড়ির আধিক্য, কোথাও আবার রাস্তা দখল করে ব্যবসা বাণিজ্যের ফলে যানজট সৃষ্টি হচ্ছে। শুধু ট্রাফিক পুলিশ নয়, যানজট নিরসনে অনেকগুলো প্রতিষ্ঠানকে এক হয়ে কাজ করতে হবে বলেও জানান কর্মকর্তরা।
/এমএন



Leave a reply