Site icon Jamuna Television

‘ভারত ও বাংলাদেশের ঘরোয়া লিগের মানের পার্থক্য কমছে’

ছবি: সংগৃহীত

ঢাকা প্রিমিয়ার লিগের প্রথম তিন রাউন্ড খেলা শেষে আবাহনী দলের সাথে যোগ দিয়েছেন ভারতীয় ক্রিকেটার হনুমা বিহারি। ভারত ও বাংলাদেশের ঘরোয়া লিগের মানের মাঝে পার্থক্য দিন দিন কমছে, এমনটাই মনে করেন ভারতের টেস্ট দলের এই ক্রিকেটার।

ভারত-শ্রীলংকা টেস্ট সিরিজের কারণে ঢাকা লিগের প্রথম তিন রাউন্ডের খেলায় আকাশী-নীলদের সাথে ছিলেন না হনুমা। এখন আবাহনী শিবিরে যোগ দিয়েই বাংলাদেশের ঘরোয়া লিগকে প্রশংসায় ভাসালেন এই ভারতীয় ক্রিকেটার। তার মতে চার বছর আগে যখন তিনি খেলতে এসেছিলেন সে সময় তার মনে হয়েছিল ভারতীয় ঘরোয়া লিগের সাথে বাংলাদেশের ঘরোয়া লিগের পার্থক্য বিস্তর। কিন্তু এখন পার্থক্য কমে এসেছে।

মোহামেডানের সাথে ম্যাচে ৫৯ রানের দারুণ এক ইনিংস খেলে আবাহনীকে এরইমধ্যে গুরুত্বপূর্ণ ঢাকা ডার্বিতে জয় এনে দিতে সাহায্য করেছেন ভারতের হয়ে এ পর্যন্ত ১৫টি টেস্ট খেলা এই মিডল অর্ডার ব্যাটার।

আরও পড়ুন: উত্তাপ নেই আবাহনী-মোহামেডান ম্যাচে, দর্শকের চেয়ে বেশি সাংবাদিক (ভিডিও)

এম ই/

Exit mobile version