Site icon Jamuna Television

রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে প্রতিবন্ধীর মৃত্যু

রাজবাড়ী প্রতিনিধি :

রাজবাড়ীর পাংশা পৌর এলাকার কুড়াপাড়া রেলক্রসিং নামক স্থানে‌ রাজশাহীগামী টু‌ঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ম‌নিরুল ইসলাম (৩৫) নামের এক শ্রবণ ও বাক প্রতিবন্ধী (বোবা) ভ্যান চালকের  মৃত্যু হয়েছে।

বুধবার (৬ এপ্রিল) সকাল পৌনে ১০টায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রবণ প্রতিবন্ধী পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চর পাড়া গ্রামের মতিন খানের ছেলে।

প্রত্যক্ষদর্শী চায়না খাতুন বলেন, এক ভ্যান চালক তার ভ্যান নি‌য়ে রেলক্রসিং‌য়ের দি‌কে যাচ্ছিলেন। এ সময় ট্রেন আসতে দেখে তিনি পেছন থেকে ডাকাডাকি ক‌রেন। কিন্তু ওই ব্যক্তি কিছু শুন‌তে না পেয়ে রেলক্রসিংয়ের ওপর উঠে যায়। ওই সময় গোপালগঞ্জ থে‌কে ছে‌ড়ে আসা রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্স‌প্রেস ট্রেনে কাটা প‌ড়ে ঘটনাস্থ‌লেই নিহত হন তিনি। এবং ট্রেনের ধাক্কায় তার ভ্যানটি দুমড়ে মুচড়ে যায়। 

রাজবাড়ী রেলওয়ে থানার ওসি মাসুদুল আলম বলেন, রাজশাহীগামী টু‌ঙ্গিপাড়া এক্স‌প্রেস ট্রেনে কাটা প‌ড়ে পাংশায় এক ব্যক্তি নিহত হ‌য়ে‌ছে জান‌তে পে‌রে ঘটনাস্থলে পুলিশ অফিসার পা‌ঠানো হয়েছে। মর‌দে‌হের সুরতহাল করে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এটিএম/

Exit mobile version