Site icon Jamuna Television

নিখোঁজের তিনদিন পর জঙ্গল থেকে নারীর মরদেহ উদ্ধার

জঙ্গল থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

স্টাফ করেসপনডেন্ট, টাঙ্গাইল:

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের বংশীনগর গ্রামে জঙ্গল থেকে চায়না আক্তার (৩৬) নামের এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। নিহত চায়না আক্তার উপজেলার বাঁশতৈল বংশীনগর গ্রামের মৃত মো. ইয়াদ আলীর মেয়ে।

বুধবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান ,চায়না আক্তার গত ৩ দিন ধরে নিখোঁজ ছিলেন। বুধবার সকালে দুর্গন্ধ পেয়ে জঙ্গলে খোঁজাখুজি করার পর লাশটির সন্ধান পায় প্রতিবেশীরা।

বাঁশতৈল ফাঁড়ির এসআই মো. সুরুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লাশটি উদ্ধার করা হয়েছে। আইনী প্রক্রিয়া চলছে। তারপর বলা যাবে নিহতের সাথে কী ঘটেছিল। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ৩ দিন আগে এই হত্যাকাণ্ডটি ঘটেছে।

এসজেড/

Exit mobile version