Site icon Jamuna Television

গোপনে স্কুল ছাত্রীর ভিডিও ধারণ করে হুমকি, যুবক গ্রেফতার

গ্রেফতারকৃত যুবক।

জয়পুরহাট প্রতিনিধি:

জয়পুরহাটে এক স্কুল ছাত্রীর গোসলের ভিডিও গোপনে ধারণ করার দায়ে সাকিব
হোসেন নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত সাকিব সদর উপজেলার শাহাপুর পশ্চিম পাড়া গ্রামের ফরিদ আহমেদ বিপ্লবের ছেলে।

মঙ্গলবার (৫ এপ্রিল) রাতে জামালগঞ্জ বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মামলার অভিযাগে জানা গেছে, এ বছরের ২৮ জানুয়ারি দুপুরে সদর উপজেলার শাহাপুর পশ্চিম পাড়া গ্রামের দশম শ্রেণির এক স্কুল ছাত্রী নিজ বাড়ির গোসলখানায় গোসলের সময় গোপনে তার ভিডিও ধারণ করে প্রতিবেশী সাকিব। এরপর ভিডিও ধারণের খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে সাকিব নানাভাবে ওই তরুণীকে ভয়ভীতি ও উত্যক্ত করে আসছিল।

ভুক্তভোগী তরুণীর পরিবার সাকিব ও তার পরিবারকে বিষয়টি জানালে সাকিব আরও বেপরোয়া হয়ে ওঠে। অবশেষে মেয়েটির পিতা গত ৫ এপ্রিল থানায় মামলা করলে ঐ দিনই রাতে অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে পাঠায় পুলিশ।

এসজেড/

Exit mobile version