Site icon Jamuna Television

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য কল্যাণ ট্রাস্ট অনুমোদন

সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কল্যাণ ট্রাস্ট আইন ২০২২ এর চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বুধবার (৬ এপ্রিল) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এর অনুমোদন দেয়া হয়।

বৈঠক শেষে দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, শিক্ষক কল্যাণ ট্রাস্ট আইন পাশ হলে চাকরিরত কোনো শিক্ষক মারা গেলে তার অপ্রাপ্ত বয়স্ক ও প্রতিবন্ধী সন্তানদের শিক্ষা খরচ বহন করা হবে। এছাড়া চিকিৎসা, বৃত্তি ও এককালীন অর্থসহায়তা পাবে।

এদিন বৈঠকে সুরক্ষিত লেনদেন আইন, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন আইন-২০২২ খসড়ারও নীতিগত অনুমোদন দেয়া হয়। এছাড়া জাতীয় কর্মসংস্থান নীতি-২০২১ এর খসড়ারও অনুমোদন দেয়া হয়।

/এমএন

Exit mobile version