Site icon Jamuna Television

কুয়াাকাটা সৈকতে আবারও মৃত ডলফিন, স্থানীয়দের শঙ্কা

স্টাফ রিপোর্টার, পটুয়াখালী:

বড় আকারের কচ্ছপের পর এবার কুয়াকাটা সৈকতে ভেসে আসলো ছয়ফুট দৈর্ঘ্যরে একটি ইরাবতি প্রজাতির মৃত ডলফিন। এ নিয়ে চলতি বছরে মোট ছয়টি মৃত ডলফিন সৈকতের বিভিন্ন পয়েন্টে ভেসে আসলো। বিষয়টি নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা।

স্থানীয়রা জানান, বুধবার (৬ এপ্রিল) সকালে কুয়াকাটা জিরো পয়েন্টের পূর্ব দিকে ট্যুর গাইডের সদস্যরা এটিকে প্রথমে দেখতে পায়। ডলফিন রক্ষা কমিটির সদস্যদের ধারণা, অল্প কিছুক্ষণ আগে এটির মৃত্যু হয়েছে। কারণ, এর শরীরের আবরণ হুবহু জীবিত ডলফিনের মতো। তবে অন্যান্য ডলফিনের মতো এটির শরীরেও আঘাতের চিহ্ন রয়েছে।

পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করে এটিকে সৈকতের পাড়ে বনের মধ্যে মাটি চাপা দিয়ে রাখা হয়। এর আগে গত কয়েক মাসে কুয়াকাটা সৈকতে হাজার হাজার মৃত জেলি ফিশ ভেসে আসে।

জেডআই/

Exit mobile version