Site icon Jamuna Television

জামিনে মুক্ত হলেন ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন

জামিনে মুক্তি লাভের পর পরিবারের সদস্যদের সাথে ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন

কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্ত হয়েছেন ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন। কাশিমপুর মহিলা কারাগার সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

বুধবার (৬ এপ্রিল) বিকেল সোয়া ৫টার দিকে তিনি কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হন তিনি।এ সময় তাকে নিতে আসেন ইভ্যালির র্কমর্কতা ও তার পরিবারের সদস্যরা।

জানা গেছে, বুধবার গুলশান থানার একটি ও ধানমন্ডি থানার পাঁচটি মামলায় বাদীর সাথে মীমাংসার ভিত্তিতে ইভ্যালির এমডি রাসলে ও তার স্ত্রী শামীমাকে সব মামলায় জামিন দেন আদালত। তবে রাসেল এখনও কারামুক্ত হননি।

এর আগে, অগ্রীম টাকা নিয়ে ঠকিয়ে যথা সময়ে পণ্য না দেয়ার অভিযোগে ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেলের বিরুদ্ধে ২০২০ সালের ১৬ সেপ্টেম্বর মামলা করেন এক গ্রাহক।

ওই মামলায় একইদিন বিকেলে রাজধানীর মোহাম্মদপুরে ইভ্যালির এমডি ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেলের বাসায় অভিযান চালায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‍্যাব)। অভিযান শেষে রাসেল ও তার স্ত্রী শামীমাকে গ্রেফতার করা হয়।


/এসএইচ

Exit mobile version