Site icon Jamuna Television

জামালপুরে অপহরণের পর শিশুর লাশ উদ্ধার

জামালপুর সদরের ঝাউলা গোপালপুর গ্রামের লাবিব নামে এক শিশুকে অপহরণের পর লাশ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ জানায়, জামালপুর সদরের ঝাউলা গোপালপুর গ্রামের ওমান প্রবাসী ইউসুফ হোসেনের ৫ বছরের শিশুপুত্র লাবিবকে বৃহস্পতিবার বিকেলে অপহরণ করে প্রতিবেশী ফয়সাল খন্দকার ও তার সহযোগিরা।

এবাপারে নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রে সাধারণ ডায়েরী করে শিশুর পরিবার। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে রাত দুইটার দিকে ঝাউলা গোপালপুর এলাকার একটি ধানক্ষেত থেকে অচেতন অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয় শিশুটিকে। অচেতন অবস্থায় জামালপুর জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।

এঘটনায় পুলিশ ফয়সাল খন্দকার ও ছানোয়ার হোসেন নামে দুইজনকে আটক করেছে পুলিশ।

Exit mobile version