Site icon Jamuna Television

বিশ্বের শীর্ষ ধনীর তালিকায় রদবদল

ইলন মাস্ক ও জেফ বেজোস। ছবি: সংগৃহীত।

জেফ বেজোসকে হটিয়ে বিশ্বের শীর্ষ ধনীর তকমা পেলেন মার্কিন ধনকুবের এলন মাস্ক। মঙ্গলবার (৫ এপ্রিল) ২০২২ সালের শীর্ষ ধনীদের তালিকা প্রকাশ করেছে ফোর্বস। চার বছর ধরে তালিকার শীর্ষে থাকা জেফ বেজোস নেমে এসেছেন দ্বিতীয় অবস্থানে।

ইলেকট্রিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা ও রকেট তৈরিকারী স্পেস এক্সের মালিক এলন মাস্কের সম্পদের পরিমাণ এখন ২১৯ বিলিয়ন ডলার। যা আমাজন প্রতিষ্ঠাতা জেফ বেজোসের তুলনায় ৪৮ বিলিয়ন ডলার বেশি। টেসলার কয়েক বিলিয়ন ডলারের শেয়ার বিক্রির পরও গত বছরের চেয়ে মাস্কের সম্পদের পরিমাণ বেড়েছে ৬৮ বিলিয়ন ডলার। তালিকায় তিন নম্বরে আছেন মাইক্রোসফট প্রতিষ্ঠাতা বিল গেটস। ৪ ও ৫ নম্বরে আছেন ধনকুবের ওয়ারেন বাফেট ও ল্যারি পেজ।

শীর্ষ ধনীর তকমা পাওয়ার দিন আরও একটি সুখবর পেয়েছেন মাস্ক। টুইটারের পরিচালনা পর্ষদে যোদ দিবেন তিনি। টুইটারের শেয়ারের বড় একটি অংশ কেনার পরই এ ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি। বর্তমান বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি মাস্ক সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারের ৩ বিলিয়ন ডলার সমমূল্যের নয় দশমিক দুই শতাংশের শেয়ার কিনেছেন। তার কেনা শেয়ারের মূল্য ২৮৯ কোটি ডলার। টুইটারে তার ৮০ মিলিয়নেরও বেশি ফলোয়ার রয়েছে।

আরও পড়ুন: ফের হোয়াইট হাউসে ওবামা, বাইডেনকে ‘ভাইস প্রেসিডেন্ট’ সম্বোধন

জেডআই/

Exit mobile version