Site icon Jamuna Television

খাল থেকে অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষকের মরদেহ উদ্ধার

ফাইল ছবি

পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরের ইন্দুরকানীতে খাল থেকে অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক নারায়ণ চন্দ্র হালদার (৭৫) এর মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (৬ এপ্রিল) দুপুরে উপজেলার পত্তাশী ইউনিয়ন এর রামচন্দ্রপুর এলাকার একটি খাল থেকে অবসরপ্রাপ্ত এ স্কুল শিক্ষক এর মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। নারায়ণ চন্দ্র উপজেলার পত্তাশী ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের নুকুল চন্দ্রের ছেলে। তিনি রামচন্দ্রপুর পিএস মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক ছিলেন।

স্থানীয়রা জানান,নারায়ণ চন্দ্র হালদার সকালে রামচন্দ্রপুর খালের হরেন মেম্বারের ঘাটের ব্রিজের পাশ দিয়ে খালে নেমে সাঁতরে অন্য পাড়ে যাচ্ছিলেন। তখন পানির স্রোতের কারণ তলিয়ে যান তিনি। অনেক খোজাঁখুঁজির পর স্থানীয়রা দুপুরের দিকে আধা কি. মি. দুরে একই খাল থেকে তার লাশ উদ্ধার করে। তিনি শিক্ষকতা পেশার পাশাপাশি কয়েকটি বইও লিখেছেন বলে জানা যায়।

ইন্দুরকানী থানার ওসি মো. এনামুল হক জানান, খাল থেকে স্কুল শিক্ষকের লাশ উদ্ধার করা হয়েছে।

/এসএইচ

Exit mobile version