Site icon Jamuna Television

বিএনপির আন্তর্জাতিক সম্পাদক পদ থেকে সরিয়ে দেয়া হলো মিলনকে

এহসানুল হক মিলন। ফাইল ছবি।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদ থেকে সরিয়ে দেয়া হয়েছে আ ন ম এহসানুল হক মিলনকে।

তার স্থলে যুক্ত করা হয়েছে নতুন দুইজনকে। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব আহমেদ আলী মুকিব-কে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য মোহাম্মদ রাশেদুল হক-কে এই পদের সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে মনোনীত করা হয়েছে।

মঙ্গলবার (৫ এপ্রিল) বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি ও এহসানুল হক মিলনকে দেয়া রিজভীর এক চিঠিতে জানা যায় এ তথ্য।

এহসানুল হক মিলনকে দেয়া চিঠিতে রিজভী লেখেন, আপনাকে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের পদ থেকে জাতীয় নির্বাহী কমিটির সদস্য পদে মনোনীত করা হয়েছে। আর এই কমিটিতে নতুন দুজনকে নিয়োগের ব্যাপারে পেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান রিজভী।

জেডআই/

Exit mobile version