Site icon Jamuna Television

মে মাসে ঝড় উঠতে যাচ্ছে টলিউডে!

ছবি: সংগৃহীত

চলতি মে মাসে কলকাতার ফিল্ম ইন্ডাস্ট্রিতে উঠতে চলেছে ঝড়। একসাথে একাধিক সিনেমা পর পর রিলিজ হতে চলেছে রূপালি পর্দায়। প্রেক্ষাগৃহে দাপট দেখাবে নানা স্বাদের তারকাখচিত বাংলা সিনেমা। সে তালিকায় আছেন মিমি চক্রবর্তী, সোহম, সৃজিত, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, প্রসেনজিৎসহ অনেকেই! দক্ষিণের সিনেমাকে ধরাশায়ী করতেই কি দলবেঁধে নামছে টলিউড?

আগামী ২৭ মে মুক্তি পেতে যাচ্ছে শৌভিক কুন্ডুর দ্বিতীয় সিনেমা ‘আয় খুকু আয়’। একই দিনে প্রেক্ষাগৃহে অরিন্দম শীল ফিরিয়ে নিয়ে আসছেন গোয়েন্দা শবরকে। এনা সাহা নিয়ে আসছেন তার চিনেবাদাম। শিলাদিত্য মৌলিকের এ সিনেমায় তিনি যশ দাশগুপ্তের নায়িকা। দর্শক কাকে ছেড়ে কাকে দেখবেন?

পরিচালক শৌভিক কুন্ডু বলেন, প্রায় দু’বছর মুক্তি আটকে ছিল একাধিক ছবির। এ বার সেগুলো মুক্তি পাবেই। ভাগ্যনিয়ন্তা দর্শক। তারা ভালবেসে যে ছবি দেখবেন, সেটাই বাণিজ্য করবে।

পরিচালক চাইলেও আদৌ কি সব সিনেমা লাভের মুখ দেখতে পারবে? এ বিষয়ে সিনেমা হলের মালিকরা এমন কোনো সম্ভাবনা অন্তত দেখতে পারছেন না। এছাড়াও আরেকটি চিন্তার কারণ হচ্ছে, মানুষ শুধু বাংলা সিনেমা দেখেন না, তার সাথে হিন্দি, ইংলিশ এবং বর্তমানে দক্ষিণের সিনেমাও পছন্দ করছেন। ফলে সে সমস্ত সিনেমাও হলে আনতে হবে। এর ফলে হলগুলির মালিক কোন সিনেমা আনবে এবং কোনটি আনবে না তা নিয়ে বিশাল সমস্যায় পড়ছেন।

এদিকে ‘কলকাতার হ্যারি’, ‘মিনি’, ‘এক্স ইক্যুয়ালটু প্রেম’, ‘অপরাজিত’, ‘বেলাশুরু’, ‘জালবন্দি’, ‘আয় খুকু আয়’, ‘শবর’, ‘চিনেবাদামসহ মে মাসে মুক্তি পেতে চলেছে আট থেকে দশটি বাংলা সিনেমা!

বর্তমানে টলিউডের সবচেয়ে কনিষ্ঠ প্রযোজক এনা সাহা। প্রথম সিনেমা এসওএস কলকাতা প্রযোজনা করে করে ভাল সাড়া ফেলেছিলেন তিনি। তার প্রযোজিত দ্বিতীয় সিনেমা চিনেবাদাম মুক্তি পেতে চলেছে ২৭ মে। অরিন্দমের ‘শবর’ এবং প্রসেনজিতে ‘আয় খুকু আয়’-এর সঙ্গে।

অভিনেত্রী ও প্রযোজক এনা সাহা বলেন, ইচ্ছে থাকলেও সব সময় উপায় থাকে না। পুরোটাই ছেড়ে দিয়েছি দর্শকদের উপরে। তারা যে সিনেমার পাশে দাঁড়াবেন, সে সিনেমাই বাণিজ্য করবে।

টলিউডের বাণিজ্য বিশ্লেষকদের কথাতেও স্পষ্ট হতাশার ছাপ। তাদের দাবি, ‘বলিউডের মতো টলিউডের প্রযোজকরাও যদি পরস্পর আলোচনা করে সিনেমা-মুক্তির দিন ঘোষণা করেন তা হলে এই সমস্যা হয়না। কলকাতার সমস্ত বড় প্রযোজনা সংস্থাগুলো মুখোমুখি বসুক। ভাগ করে নিক মুক্তির দিন। প্রতি সপ্তাহে দুটো করে বাংলা সিনেমা মুক্তি পাক। তবেই না ঠিকঠাক টক্কর দিতে পারবে।

/এসএইচ

Exit mobile version