Site icon Jamuna Television

সামরিক সহযোগিতা বিষয়ক চুক্তি নিয়ে এগুচ্ছে ঢাকা ও ওয়াশিংটন

সামরিক সহযোগিতা বিষয়ক চুক্তি জিসোমিয়া নিয়ে অগ্রসর হচ্ছে ঢাকা ও ওয়াশিংটন। অষ্টম নিরাপত্তা সংলাপ শেষে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন জানিয়েছেন, এক বছরের মধ্যে এ নিয়ে আনুষ্ঠানিকতা শেষ করার চেষ্টা করবে দুই পক্ষই। আইনি বাধ্য বাধকতার কারণেই র‍্যাবের নিষেধাজ্ঞা প্রত্যাহারে সময় লাগবে বলে জানানো হয়েছে সংলাপে। গত চার মাসে মানবাধিকার পরিস্থিতির উন্নয়নকে প্রতিকারমূলক ব্যবস্থা হিসেবে উল্লেখ করে তার প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র।

পররাষ্ট্র সচিব পর্যায়ে প্রথম এই নিরাপত্তা সংলাপ, আগের সাতটির নেতৃত্বে ছিলেন মহাপরিচালকরা। সংলাপে প্রতিনিধি দলে ছিলেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, দুর্যোগ সচিব ও আইন সচিবসহ শীর্ষ ১৬ কর্মকর্তা। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পররাষ্ট্র দফতরের অস্ত্র নিয়ন্ত্রণ ও আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ক আন্ডার সেক্রেটারি বনি জেনকিন্স। সাত ঘণ্টায় চার সেশনে চলে বৈঠক। আলোচনায় ছিল সামরিক সহযোগিতা বিষয়ক চুক্তি জিসোমিয়ার পর্যালোচনা। আসে র‍্যাব প্রসঙ্গ। নির্বাহী আদেশে এটা প্রত্যাহার যে সম্ভব নয়, সেকথা আবারও জানিয়েছে যুক্তরাষ্ট্র। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন জানান, আমরা আমাদের কথা বলেছি। তবে তাদের বাধ্যবাধকতা এবং তাদের পদ্ধতি ব্যবস্থাপনার মধ্য দিয়েই আমাদের যেতে হবে, কোনো নির্বাহী আদেশের মাধ্যমে এটি তুলে নেয়া সম্ভব নয়।

প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের উদ্যোগ আইপিএস নিয়ে নিজেদের কর্মপন্থা তুলে ধরেছে ওয়াশিংটন। পররাষ্ট্র সচিব জানান, এ জন্য তারাও একটি উপযুক্ত জায়গা খুঁজছে। এটি এখন বোঝাপড়া পর্যায়ে আছে বলেও জানালেন তিনি।

প্রসঙ্গত, ২০২৩ সালে নবম নিরাপত্তা সংলাপ অনুষ্ঠিত হবে ঢাকায়।

/এডব্লিউ

Exit mobile version