Site icon Jamuna Television

জরুরি অবস্থা প্রত্যাহারের পরও শ্রীলঙ্কায় সরকারবিরোধী বিক্ষোভ চলছে

শ্রীলঙ্কায় জরুরি অবস্থা তুলে নেয়ার পর সরকারবিরোধী বিক্ষোভ হচ্ছে বিভিন্ন স্থানে। গতকাল বুধবার রাজধানী কলম্বোর সড়কে নেমে আসে কয়েকশ’ শিক্ষার্থী।

দেশটির ইন্ডিপেনডেন্স স্কয়ারের সামনে জড়ো হয়ে রাজাপাকসে সরকারের বিরুদ্ধে শ্লোগান দেন তারা। তীব্র ক্ষোভ জানান, চলমান অর্থনৈতিক সংকট নিয়ে। প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দেয়া হয় এ সময়।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, হাসপাতালে ওষুধ ও প্রয়োজনীয় সরঞ্জামের অভাবের প্রতিবাদে রাজপথে নামেন চিকিৎসকরাও। কমপক্ষে ১৮৯টি অতি জরুরি ওষুধের স্বল্পতা রয়েছে। নজিরবিহীন অর্থনৈতিক সংকটে জর্জরিত শ্রীলঙ্কায় বেশ কিছুদিন ধরেই বাড়ছে জনরোষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে ১ এপ্রিল জরুরি অবস্থা জারি করে সরকার। তবে গণবিক্ষোভের মুখে তা প্রত্যাহারে বাধ্য হয়। এর আগেই, পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারায় ক্ষমতাসীন জোট এসএলপিপি।

/এমএন

Exit mobile version