Site icon Jamuna Television

১০ বছর অপেক্ষার পর কিশোরগঞ্জে দম্পতির কোলজুড়ে একসাথে ৪ সন্তান

নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ:

কিশোরগঞ্জে কুলিয়ারচরে এক সাথে চার নবজাতক সন্তান জন্ম দিয়েছেন ফাইজুর রহমান (৩২) ও লাকি বেগম (২৮) দম্পতি। দশ বছর পর তাদের ঘর আলোকিত করতে এক সাথে দুই ছেলে ও দুই কন্যা সন্তান আগমন করেছেন।

বুধবার (৬ এপ্রিল) দুপুরে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রপাচারের মাধ্যমে এক সঙ্গে চার নবজাতকের জন্ম হয়েছে। জন্মের সাথে সাথেই সুস্থ অবস্থায় চার শিশুকে চারটি বেডে রাখা হয়েছে। তবে একসাথে চার শিশুর জন্ম দেয়ায় তাদের ওজন কম হয়েছে।

অপরদিকে একসঙ্গে চার সন্তানের জন্ম দেয়ার মায়ের শারীরিক অবস্থা অবনতি রয়েছে। এতে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন লাকি বেগম। বিয়ের দীর্ঘ ১০ বছর পর এ ঘটনায় প্রসূতির পরিবার ও স্বজনরা যেমন আনন্দিত, তেমনি সন্তানদের লালন-পালন নিয়েও কিছুটা চিন্তিত তারা।

লাকি বেগম অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের প্রধান ডা. ইসমত আরার তত্ত্বাবধানে ছিলেন। তিনিই তার অস্ত্রোপচার করেছেন।

চিকিৎসক ইসমত আরা বলেন, চার নবজাতক সুস্থ আছে। তবে মায়ের উচ্চ রক্তচাপ অনেকটা বেড়ে যাওয়ার কারণে তাকে আইসিইউতে রাখা হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, চারটির মধ্যে দুই নবজাতকের ওজন দুই কেজি করে। এক নবজাতকের ওজন ১ কেজি ৯০০ গ্রাম। আর অপর নবজাতকের ওজন ১ কেজি ৫০০ গ্রাম।

লাকি বেগমের বড় ভাই হাবিবুল্লাহ জানান, ১০ বছর আগে একই উপজেলার ফাইজুর রহমানের সাথে ছোট বোন লাকিকে বিয়ে দেন তারা। অনেক বছর অতিবাহিত হলেও তাদের সংসারে কোনো সন্তান-সন্তানাদি হচ্ছিল না। পরে ভাগলপুর জহুরুল ইসলাম কলেজ ও হাসপাতালের গাইনী বিশেষজ্ঞ ডা. ইসমত আরা পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণ করেন। বিয়ের দশ বছর পর একসাথে চার সন্তানের জন্ম দেন লাকি।

তিনি বলেন, বিষয়টি যেমন আনন্দের তেমনি চিন্তারও। কারণ চার শিশুর বাবা একজন দরিদ্র মানুষ। তিনি স্থানীয় বাজারের দোকানে দর্জির কাজ করে সংসার চালান। এতে চার শিশু সন্তানের লালন-পালনেও অনেক কষ্ট হবে। তিনি তার ছোট বোন লাকিসহ চার সন্তানের সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন এবং সকলের সহযোগিতাও কামনা করেন।

/এডব্লিউ

Exit mobile version