Site icon Jamuna Television

সাধারণ মানুষ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত: রিজভী

রুহুল কবির রিজভী আহমেদ। ফাইল ছবি।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, স্বাস্থ্যখাত নিয়ে অরাজকতা তৈরি হয়েছে। সাধারণ মানুষ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত।

বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে বৃহস্পতিবার (৭ এপ্রিল) সকালে প্রেসক্লাবের সামনে বিএনপির উদ্যোগে করা শোভাযাত্রায় তিনি এ কথা বলেন। রিজভী আরও বলেন, দেশজুড়ে মানুষ বিড়ম্বনায় আছে। স্বাস্থ্যখাতে নৈরাজ্য তৈরি করেছে সরকার। করোনা মহামারিতে মানুষ চিকিৎসা পায়নি। সরকারের অব্যবস্থাপনার কারনে বিনা চিকিৎসায় মারা গেছে সাধারণ মানুষ।

/এমএন

Exit mobile version