হত্যাসহ ১৫ মামলার আসামি নারায়ণগঞ্জের শীর্ষ সন্ত্রাসী রিয়াজ বাহিনীর মূলহোতা রিয়াজুল ইসলাম ওরফে শ্যুটার রিয়াজ এবং তার চার সহযোগীকে গ্রেফতার করেছে র্যাব। তাদের কাছ থেকে বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলি, দেশীয় অস্ত্র ও ইয়াবা উদ্ধার করা হয়েছে।
বুধবার রাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও সোনারগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার (৭ এপ্রিল) সকালে রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে সংস্থাটির গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, গ্রেফতারকৃতরা নারায়ণগঞ্জের রূপগঞ্জ, সোনারগাঁও ও আশপাশের এলাকায় আধিপত্য বিস্তার, মাদক ব্যবসা, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করতো। তাদের বাহিনীতে আরো অন্তত ১৫ জন সদস্য রয়েছে। রিয়াজের নেতৃত্বে এলাকায় ত্রাস সৃষ্টি করার জন্য অস্ত্র নিয়ে মহড়া দিতো তারা।
/এমএন

