
কঠোর লকডাউনে চরম খাদ্য সংকটে পড়েছেন সাংহাইবাসী। বুধবারও (৬ এপ্রিল) চীনের সর্বোচ্চ বাণিজ্যিক নগরীতে শনাক্ত হয়েছে ২০ হাজারের মতো করোনা সংক্রমণ।
লকডাউনের ফলে জরুরি কেনাকাটার জন্যেও বেরোতে পারছেন না নগরীর বাসিন্দারা। ফলে মজুদ করা খাদ্যপণ্য এবং বিশুদ্ধ পানি ফুরিয়ে আসছে। এদিকে রোগীর ধাক্কা সামলাতে জাতীয় কনভেনশন সেন্টারকে অস্থায়ী হাসপাতালে রূপান্তর করলো শহর প্রশাসন। ৮টি প্যাভিলিয়নে মোট ৪০ হাজার বেড সংযুক্ত করা হয়েছে।
মঙ্গলবার থেকে কার্যক্রম শুরুর পর দুই হাজারের বেশি রোগী ভর্তি হয়েছেন। আশঙ্কা করা হচ্ছে আগামী দিনগুলোয় কয়েকগুণ বাড়বে এই সংখ্যা। হাসপাতালটিতে কাজ করছেন বিভিন্ন শহর থেকে আসা ৩ হাজার ৮শর বেশি চিকিৎসক ও স্বাস্থ্যসেবাকর্মী।
প্রসঙ্গত, ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত শহরটিতে দুই ধাপে লকডাউন ছিল। এরপরও, পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় গোটা শহরকে নেয়া হয় কড়াকড়ির আওতায়।
/এডব্লিউ



Leave a reply