
পাকিস্তানের পার্লামেন্ট বিলোপ এবং আগাম নির্বাচন ইস্যুতে আবারও শুরু হয়েছে দেশটির সুপ্রিম কোর্টের শুনানি। বৃহস্পতিবার (৭ এপ্রিল) প্রধান বিচারপতি ওমর আতা বন্দিয়ালসহ ৫ সদস্যের বেঞ্চে শুরু হয় বিচারিক কার্যক্রম। তবে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত জানাননি দেশটির আদালত।
ধারণা করা হচ্ছে, পার্লামেন্টে তোলা অনাস্থা প্রস্তাব ডেপুটি স্পিকারের মাধ্যমে খারিজ হওয়ার বিষয়টিও সুরাহা হতে পারে এদিন। সোমবার থেকেই শুনানি চলছে দুটি আবেদনের। এই ইস্যুতে বুধবারই পর্যবেক্ষণ বা রায় ঘোষণার কথা ছিলো। তবে বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি করা হয় আদালতের কার্যক্রম। এদিকে রায় ঘোষণায় বার বার বিলম্বের কারণে বাড়ছে ক্ষোভ।
গেলো রোববার ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের ওপর ভোটাভুটির বদলে তা খারিজ করে দেন ডেপুটি স্পিকার। এর পরই পার্লামেন্ট ভেঙে দিয়ে আগাম নির্বাচন ঘোষণা করা হয়। যার বৈধতা নিয়েই পর্যবেক্ষণ দেবেন আদালত।
/এডব্লিউ



Leave a reply