Site icon Jamuna Television

আজ যারা টিপ নিয়ে কথা বলছে কাল তারা শাড়ি নিয়ে কথা বলবে: সাদ্দাম হোসেন

সাদ্দাম হোসেনের ফেসবুক থেকে নেয়া ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেছেন, আজকে যারা টিপ নিয়ে কথা বলছে কাল তারা শাড়ি নিয়ে কথা বলবে।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ আয়োজিত সাম্প্রদায়িক গোষ্ঠীর বিভিন্ন পদক্ষেপ এর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

এসময় সাদ্দাম আরও বলেন, সাম্প্রদায়িক শক্তি আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। এই গোষ্ঠী মুখে এক কাজে আরেক। এরা টাইমলাইনে এক রকম আর ইনবক্সে আরেক রকম। এরা টিপ পরা দেখতে পারে না। আজ যারা টিপ নিয়ে কথা বলছে কাল তারা শাড়ি নিয়ে কথা বলবে। সাম্প্রদায়িকতা এখন সাংস্কৃতিক ঐতিহ্যর ঘাটি টিএসসিতেও ঢুকে পড়ছে।

সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিৎ চন্দ্র দাস বলেন, ক্যাম্পাসের বিভিন্ন স্তরে মৌলবাদী শক্তি ঢুকে পড়ছে নামে-বেনামে। ঢাবি প্রশাসন তা চুপ করে দেখছে, প্রক্টর তার টিম নিয়ে ব্যর্থ।

তিনি আরও বলেন, গণমাধ্যম ছাত্রলীগের ইতিবাচক খবর প্রচার করে না অথচ ছাত্রলীগের কোনো নেতা-কর্মী খারাপ কিছু করলে সেটা ফলাও করে প্রচার করে।

এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাত্রলীগের কাছে সবচেয়ে বেশি সহায়তা পায়‌ বলে দাবি করেন তিনি।

/এসএইচ

Exit mobile version