Site icon Jamuna Television

ঈদে জনভোগান্তি কমাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ

অভিযান চলাকালে পুলিশ সদস্যরা

গাজীপুর প্রতিনিধি:

ঈদ যাত্রায় ঘরমুখো মানুষের ভোগান্তি কমাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ ও থ্রি-হুইলারের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও জেলা পুলিশ।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে চালানো এক অভিযানে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তা এলাকা থেকে অবৈধ থ্রি-হুইলার অটোরিকশাসহ কাগজপত্রবিহীন প্রায় শতাধিক যানবাহন জব্দ করে জেলা ট্রাফিক বিভাগ।

অন্যদিকে, মহাসড়কে যানজট তৈরি করা ফুটপাতের প্রায় অর্ধশত দোকানপাট উচ্ছেদ করেছেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট থান্ডার কামরুজ্জামান। এসময় পুরো মাস জুড়েই যানবাহন ও মানুষ চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করে এমন অবৈধ স্থাপনা অভিযান চলবে বলেও জানান তিনি।

/এসএইচ

Exit mobile version