Site icon Jamuna Television

শ্বশুরের সাথে পরকীয়ার জেরে স্ত্রীকে খুন, কুপিয়ে জখম বাবাকে

ছবি: প্রতীকী

রাজশাহী ব্যুরো:

পরকীয়ার অভিযোগ তুলে জন্মদাতা পিতাকে কুপিয়ে আহত ও স্ত্রীকে হত্যার পর থেকে লাপাত্তা রাজশাহী দুর্গাপুরের গোলাম মোস্তফা। পুলিশ জানিয়েছে, মোস্তফাকে গ্রেফতারে বিশেষ অভিযান চলছে।

বুধবার দিবাগত রাত ৯টার দিকে উপজেলার ঝালুকা ইউনিয়নের বর্দ্ধনপুর গ্রামে এ হত্যার ঘটনা ঘটে। বৃহস্পতিবার বিকেলে নিহত জুথি খাতুনের দাফন সম্পন্ন হয়েছে। অন্যদিকে আহত আবু কালামের অবস্থা আশংকাজনক হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় রেফার্ড করেছেন চিকিৎসকরা।

পুলিশের জানায়, দুই বছর আগে বর্দ্ধনপুর গ্রামের আবু কালামের পুত্র গোলাম মোস্তফার সাথে উপজেলার দেলুয়াবাড়ী ইউনিয়নের কিশোরপুর গ্রামের আবু হানিফের কন্যা জুথি খাতুনের বিয়ে হয়। বিয়ের পর তাদের একটি কন্যা সন্তানের জন্ম হয়। সন্তানের বর্তমান বয়স সাত মাস।

সম্প্রতি গোলাম মোস্তফার পিতা আবু কালাম ও তার স্ত্রী জুথি খাতুন পরকীয়ায় জড়িয়ে পড়ে। গতরাতে নিজ বাড়িতে পিতাকে পরকীয়ার বিষয়ে জিজ্ঞেস করলে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। এর একপর্যায়ে মোস্তফা তার পিতা আবু কালামকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধারের পর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এর কিছুক্ষণ পর একই গ্রামে অবস্থিত শ্বশুর বাড়িতে যান মোস্তফা। স্ত্রী জুথিকে কৌশলে বাড়ির পাশে ডেকে নিয়ে গলায় রশি টেনে মৃত্যু নিশ্চিত করেন।

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাশমত আলী বলেন, পরকীয়ার জেরে এ হত্যাকাণ্ড হয়েছে। নিহতের বাবা আবু হানিফ বাদী হয়ে মামলা দায়ের করেছেন। ঘটনার পর থেকেই স্বামী গোলাম মোস্তফা পলাতক রয়েছে। তাকে ধরতে অভিযান চলমান।

ইউএইচ/

Exit mobile version