Site icon Jamuna Television

‘মেগা প্রজেক্টের নামে ঋণের বোঝা ঘাড়ে নিয়েছে বাংলাদেশ’

ইফতার মাহফিলে বক্তব্যরত জিএম কাদের

মেগা প্রজেক্টের নামে ঋণের বোঝা ঘাড়ে নিয়েছে বাংলাদেশ, সামনে খারাপ পরিণতি হবে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারস ইন্সটিটিউট মিলনায়তনে, জাতীয় পার্টি ঢাকা (দক্ষিণ) মহানগর আয়োজিত এক ইফতার মাহফিলে এসব কথা বলেন জি এম কাদের।

এ সময় জি এম কাদের বলেন, মেগা প্রজেক্টের নামে বৈদেশিক ঋণের বোঝা ঘাড়ে নিয়েছে বাংলাদেশ, সামনে খারাপ পরিণতি হবে। বাংলাদেশ দেউলিয়া হতে বেশি সময় লাগবে না বলেও মন্তব্য করেন তিনি।

এসময় দেশে আবারও রেশনিং ব্যবস্থা চালুর দাবি করে জি এম কাদের বলেন, ডিলারের মাধ্যমে দিতে হবে না হলে দেশ ভয়াবহ সংকটে পরতে পারে।। সামনের দিকে শ্রীলংকার মত দেউলিয়া হয়ার আশঙ্কা আছে।

জি এম কাদের বলেন, সরকার তাদের দায়িত্ব এড়িয়ে যাচ্ছে। ঋণের বোঝা আর বাড়ানো ঠিক হবে না। সরকারকে এসব বলা জাতীয় পার্টির দায়িত্ব।


/এসএইচ

Exit mobile version