Site icon Jamuna Television

পাবনায় ৮০০ পিস ইয়াবাসহ আটক ১

পাবনা প্রতিনিধি:

পাবনার সুজানগর পৌর এলাকার চর ভবানীপুর থেকে ৮০০ পিস ইয়াবাসহ মো. আশিক (২৭) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) শহরের পৌর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

সুজানগর থানার ওসি আব্দুল হান্নান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ চর ভবানীপুর এলাকায় অভিযান পরিচালনা করলে মো. আশিক নামের এক ব্যক্তিকে ৮০৩ পিস নেশাজাতীয় দ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। আসামির বিরুদ্ধে সুজানগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

এটিএম/

Exit mobile version