Site icon Jamuna Television

‘শনিবার আবারও অনাস্থা ভোট ইমরানের বিরূদ্ধে’

পাকিস্তানের প্রধান বিচারপতি ওমর আতা বান্দিয়াল

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনা বহুল আলোচিত অনাস্থা প্রস্তাব খারিজ করে দিয়েছিলেন দেশটির পার্লামেন্ট, তা অবৈধ ঘোষণা করেছেন দেশটির সুপ্রিম কোর্ট। শনিবার (৯ এপ্রিল) জাতীয় পরিষদের অধিবেশন পুনরায় আহ্বান করে অনাস্থা ভোট অনুষ্ঠানে স্পিকার আসাদ কায়সারকে নির্দেশ দিয়েছেন পাকিস্তানের প্রধান বিচারপতি ওমর আতা বান্দিয়াল। খবর ডনের।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) দেয়া সর্বসম্মত রায়ে সুপ্রিম কোর্টের বিচারপতিরা বলেছেন, শনিবার (৯ এপ্রিল) সকাল ১০টায় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের ওপর ভোটের আয়োজন করতে হবে। যদি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব সফল হয়, তাহলে জাতীয় পরিষদ নতুন প্রধানমন্ত্রী নিয়োগ করবে।

বিচারপতিরা আরও বলেছেন, ওই দিন কোনো সংসদ সদস্যকে তাদের ভোটাধিকার প্রয়োগে বাধা দেয়া যাবে না। তবে ভোটাভুটিতে যদি অনাস্থা প্রস্তাব ব্যর্থ হয়, তাহলে সরকার যথারীতি তার কার্যক্রম চালিয়ে যাবে।

এর আগে, পাকিস্তানের প্রধান বিচারপতি ওমর আতা বান্দিয়াল বলেছিলেন, জাতীয় স্বার্থ এবং বাস্তব সম্ভাবনা দেখেই আদালত এগিয়ে যাবে।

বৃহস্পতিবার স্থানীয় সময় রাত সাড়ে ৮ টার দিকে পাকিস্তানের প্রধান বিচারপতি (সিজেপি) উমর আতা বান্দিয়াল নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বেঞ্চ চতুর্থ দিনের শুনানি শেষে এই রায় ঘোষণা করেন।


এদিকে, আদালতের রায় ঘোষণার পর উল্লসিত দেশটির বিরোধী দলীয় নেতারা। পাকিস্তান পিপলস পার্টির নেতা বিলাওয়াল ভুট্টো এক টুইটে বলেছেন, গণতন্ত্রই শ্রেষ্ঠ প্রতিশোধ।

/এসএইচ

Exit mobile version