বাণিজ্যক্ষেত্রে সর্বোচ্চ সুবিধাপ্রাপ্ত দেশের মর্যাদা হারালো রাশিয়া। বৃহস্পতিবার (৭ এপ্রিল) মার্কিন সিনেটের ভোটাভুটিতে বিষয়টি নির্ধারিত হয়।
১০০ আসনের উচ্চকক্ষে সর্বসম্মতিক্রমে গৃহীত হয় রাশিয়াকে স্থায়ীভাবে পিএনটিআর তালিকা থেকে বাদ দেয়ার প্রস্তাব। এর আগে নিম্নকক্ষ বা প্রতিনিধি পরিষদেও এটি ৪২৪/৪ ভোটের ব্যবধানে পাস হয়। বাস্তবায়নের জন্য এখন শুধু প্রয়োজন প্রেসিডেন্টের স্বাক্ষর।
প্রস্তাবটি পাশ হলে যুক্তরাষ্ট্র-ইইউ এবং জি-সেভেন থেকে সবচেয়ে সুবিধাভোগী দেশ হিসেবে রাশিয়া যেসব বাণিজ্যিক সুযোগ পেতো সেগুলো প্রত্যাহার করা হবে। তাছাড়া, রুশ এবং বেলারুশের পণ্যের ওপর আরোপিত হবে বাড়তি শুল্ক।
বিশ্ব বাণিজ্য সংস্থার নীতিমালা অনুসারে, এই মর্যাদাসম্পন্ন কোনো দেশকে আন্তর্জাতিক বাজারে নীতিগত বৈষম্যের সম্মুখীন করা যায় না।
/এডব্লিউ
Leave a reply